[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

শেখ হাসিনা ভারতে ৪৫ দিনের বেশি থাকতে পারবেন না: হিন্দুস্তান টাইমস

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১৪:৩৬

ছবি : সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ৪৫ দিনের বেশি অবস্থান করতে পারবেন না। দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গেলো ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা যখন ভারতে যান তখন তার কাছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্ট ছিল না।

এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। ভারতীয় ভিসা নীতি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা ভারতে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। তবে তা ৪৫ দিনের জন।

আজ শেখ হাসিনার ভারতে অবস্থানের ২১ দিন পূর্ণ হলো। এই পরিস্থিতিতে তিনি ভারতে আর বেশিদিন থাকতে পারবেন না বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর