[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

দীর্ঘদিনের জঞ্জাল সংস্কারে সরকারকে সময় দিতে হবে: মেজর হাফিজ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৯:১৪

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দীন আহমদ বলেছেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের জঞ্জাল, অর্থনীতির ক্ষতি কাটিয়ে উঠা এবং গুম খুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে সময় দিতে হবে। সংস্কার করে সরকার একটি যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে বলে আশা করেন তিনি।

শনিবার (২৪ আগস্ট) দলের নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মণিকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দীন আহমদ। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

পরে সাংবাদিকদের মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ মনে করেছিলো তারা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু তারা এমন দুর্বৃত্তের শাসন কায়েম করেছিলো যে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে। এখন গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠাই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন হাফিজ উদ্দীন আহমদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর