[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

বন্যার্তদের সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয় সেল গঠন

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৪, ১৮:০১

ছবি : সংগৃহীত

চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সহায়তার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে 'দুর্যোগ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল' গঠন করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে খবরটি জানানো হয়।

সমন্বয় সেলটির তিনটি শিফটে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সকাল ৬টা থেকে দুপুর ২টা, দুপুর ২টা থেকে রাত ১০টা এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত। জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. হারুন-অর-রশিদকে এই সেলের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া হয়েছে। দুর্যোগকালীন যে কোনো ধরনের সহায়তা পেতে সংশ্লিষ্টজনের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

'দুযোর্গ ব্যবস্থাপনা সহায়তা সমন্বয় সেল'-এ জরুরি যোগাযোগের জন্য টেলিফোন নম্বর: ০২-৪৭১১৮৭০০, ০২- ৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২, ০২-৪৭১১৮৭০৩, ০২-৪৭১১৮৭০৪ ও ০২-৪৭১১৮৭০৫ এবং মোবাইল নম্বর: ০১৩১৭৭৪৯৯৮০ ও ০১৮২০১১৭৭৪৪।

সমন্বয় সেল দুর্যোগ ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সকলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষাসহ প্রাপ্ত তথ্যাদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে এবং সার্বক্ষণিক ফলোআপ করবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর