[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৯ আগষ্ট ২০২৪, ১৯:২৩

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছে সারডা সোসাইটি। একই সঙ্গে শেখ হাসিনার নামে নামকরণ করা প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে দল এবং তার প্রধান ব্যক্তির বিরুদ্ধে এ রিট করা হয়।

সোমবার (১৯ আগস্ট) মানবাধিকারবিষয়ক সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি দাখিল করেন।

বিচারপতি কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে বলে ধারণা করা হচ্ছে।

রিটে আরিফুর রহমান দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন ৩ বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে।

রিটকারী রিটের বিষয়গুলোতে রুল ও আদেশ চেয়েছেন আদালতের কাছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর