[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

অন্তর্বর্তী সরকারকে সুখবর দিল দ. কো‌রিয়া

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৪, ১৫:৫৪

ছবি : সংগৃহীত

শেখ হাসিনা সরকারের পতনের পর শা‌ন্তি‌তে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এ সরকারের স‌ঙ্গে কাজ কর‌তে চায় দ‌ক্ষিণ কো‌রিয়া।

দ‌ক্ষিণ কো‌রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃ‌তি‌তে এ কথা জা‌নানো হয়েছে।

মুখপা‌ত্র ব‌লেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে ব‌লে আশাবাদী দ‌ক্ষিণ কো‌রিয়া। কোরিয়া-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যে‌তে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ দ‌ক্ষিণ কো‌রিয়া।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর