[email protected] বুধবার, ২৫শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জেলের মৃত্যু

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৪, ১৭:০৫

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

তারা হলেন- উত্তর কলাবাগান এলাকার আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।

জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তর কলাবাগান এলাকায় মাছ ধরতে যায় ১১ সদস্যের একটি জেলে দল। রাত ৩টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় নৌকায় এসে একটি বজ্রপাত পড়ে দুই জেলের মৃত্যু হয়। বাকিরা আহত হন।

করিমগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমানও জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বরাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর