[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

ফোন চেকিং করাকে নিন্দা জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৪, ১৯:২২

ছবি : সংগৃহীত

১৫ই অগাস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে পথচারীদের ফোন চেক করাও হচ্ছে। যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের নানা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এদিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পথচারীদের পাশাপাশি দায়িত্বরত সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্র-জনতার বিরুদ্ধে। সেখানে হ্যান্ড মাইকে সাংবাদিকদের ছবি না তুলতে এবং ভিডিও না করতে নিষেধ করা হচ্ছে।

ফোন চেকিংয়ের ঘটনায় বিভিন্ন জনের তরফ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া আসার পর এটির নিন্দা জানিয়ে ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছেন, ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন, আপনারা আজকে যেটা করলেন সেটাও প্রাইভেসি লঙ্ঘন। প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর