[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১১ই পৌষ ১৪৩১

উপাচার্যের পদত্যাগের দাবিতে বিএসএমএমইউতে বিক্ষোভ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৫ আগষ্ট ২০২৪, ১৬:৫৯

ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন চিকিৎসকরা।

একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে বিএসএমএমইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসারও দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এই কর্মসূচি আয়োজিত হয়। সংক্ষিপ্ত সমাবেশের পর একটি মিছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে গিয়ে শেষ হয়।

এ সময় চিকিৎসকরা বলেন, সকল স্বৈরাচারের মূলোৎপাটন করতে হবে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, যে সব শিক্ষার্থী এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তাদের চিকিৎসা বিনা পয়সায় অবশ্যই করতে হবে। কারণ তারা এই স্বাধীনতা যুদ্ধে জয়ী। দেশ আজকে তাদের। তাদের কথায় দেশ চলবে। আপনাদের কথায় আর চলবে না। আমরা ছাত্র জনতার সঙ্গে আছি এবং থাকবো।

তারা আরও বলেন, স্বৈরাচারী প্রশাসনের পদত্যাগ করতে হবে। ২০১০ সাল থেকে আজ পর্যন্ত যত অন্যায়-অবিচার করা হয়েছে, তার ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর