[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়েছে ৮২ শতাংশ

অর্থনীতি ডেস্ক

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৩, ১৮:৩৩

ফাইল ছবি

৮২ শতাংশ মুনাফা বেড়েছে বাংলাদেশ ব্যাংকের। ডলারের দাম বৃদ্ধি আর সরকারের ঋণ বাড়ায় মুনাফাও বৃদ্ধি পেয়েছে। সদ্য বিদায়ী ২০২২-২০২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের ১০ হাজার ৭৪৮ কোটি টাকা নিট মুনাফা হয়েছে। এরমধ্যে সরকারি কোষাগারে জমা দিয়েছে ১০ হাজার ৬৫২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ মঙ্গলবার (২২ আগস্ট) এ হিসাব অনুমোদন দিয়েছে। পর্ষদ সভায় সভাপতিত্ব করেন গভর্নর আব্দুর রউফ তালুকদার। সংশ্লিষ্ট সূত্র ও সভায় উপস্থিত এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন মতে, ২০২১-২০২২ অর্থবছর বাংলাদেশ ব্যাংক নিট মুনাফা করেছিল ৫ হাজার ৮৯৯ কোটি টাকা। আর ২০২২-২৩ অর্থবছরে মুনাফা হয়েছে ১০ হাজার ৭৪৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরে বাংলাদেশ ব্যাংকের আয় বেড়েছে ৪ হাজার ৮৪৯ কোটি টাকা। শতকরা হিসাবে এর পরিমাণ ৮২ দশমিক ২০ শতাংশ।
এর আগে ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক আয় করেছিল ৬ হাজার ২৯ কোটি টাকা।

বাংলা গেজেট/বিএম


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর