[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

হাসপাতালে পরীমনি

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১১:৪৯

ছবি : সংগৃহীত

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে দেখা যায় তাকে।

জানা যায়, ভার্টিগোর সমস্যায় ভুগছেন তিনি। ভার্টিগো হল মাথা ঘোরা বা আক্রান্ত ব্যক্তির চারপাশের পরিবেশ ঘুরছে এমন অনুভূতি। ফেসবুকে হাসপাতালের সামনে নিজের একটি ছবি পোস্ট করে এই খবর জানিয়েছেন নায়িকা নিজেই।

ছবিতে দেখা যাচ্ছে, চোখে রোদচশমা, মাস্কে মুখ ঢেকে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সেলফি নিচ্ছেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, পৃথিবীর কত কিছু আমাকে ছেড়ে চলে যায়। শুধু রয়ে গেল আমার এই ভার্টিগো আর এই হাসপাতাল!

পরীর অসুস্থতার খবর শুনে ভক্তরাও তার সুস্থতা কামনা করেছেন। পাশাপাশি নিজের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণির কলকাতার ছবি ‘ফেলুবকশি’। যেখানে তার বিপরীতে দেখা যাবে তৃণমূলের বিধায়ক-অভিনেতা সোহম চক্রবর্তীকে। এছাড়াও বাংলাদেশে ‘রঙিলা কিতাব’র শুটিং শেষ করেছেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর