[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

জয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার বিষয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দফতর

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৬:৪১

ছবি সংগৃহীত

বাংলাদেশে শপথ নিতে যাওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সজীব ওয়াজেদ জয়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়াকে ব্যক্তিগত উল্লেখ করে বলা হয়েছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কিছুই বলার নেই।

নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এসব প্রতিক্রিয়া দেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, বাংলাদেশ পরিস্থিতির ওপর নজর রাখছে যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মুহাম্মদ ইউনূসের নিয়োগের বিষয়টিও নজরে আছে ওয়াশিংটনের।

মিলার বলেন, যুক্তরাষ্ট্র দেখতে চায় যে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক নীতিমালা মেনে সিদ্ধান্ত গ্রহণ করছে এবং জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছে। অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদী তিনি।

আর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভিডিও বার্তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি মিলার। বলেছেন, জয়ের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত মতামত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর