[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সন্ধ্যা ৬টা থেকে অনিদিষ্টকালের জন্য কারফিউ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৪, ১৮:২৬

ছবি : সংগৃহীত

আজ সকাল থেকেই কোটা আন্দোলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের জেরধরে আহত নিহতের সংখ্যা বেড়েই চলেছে । সারা দেশে সকাল থেকে এ পর্যন্ত ৩২ জন নিহত সহ দুই শতাধিক আহতের ঘটনা ঘটেছে।

আজ রোবাবার সন্ধা ৬ থেকে অনিদিষ্টকালের জন্য সারা দেশে কারফিউ ঘোষণা করা হয়েছে।

এদিকে সকাল ১০টা দিকে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকার সোনারগাঁও হোটেল মোড় ও কারওয়ান বাজার এলাকায় সংঘর্ষ চলছে। বিক্ষোভকারীরা বাংলামোটরের দিকে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করছেন। কারওয়ান বাজারের দিকে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। এ অংশে পুলিশ সদস্যরাও আছেন। পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস (টিয়ার শেল) নিক্ষেপ করছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর