infomorningtimes@gmail.com মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২

সায়েন্স ল্যাবে পুলিশ বক্স ভাঙচুর

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৪ আগষ্ট ২০২৪, ১৫:৫২

ছবি : সংগৃহীত

সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন স্থানে ভাঙচুর ও হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে সায়েন্স ল্যাবে পুলিশ বক্স ভাঙচুরের খবর পাওয়া গেছে।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে সায়েন্স ল্যাবে বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা। দুপুরে সায়েন্স ল্যাব মোড়ের পুলিশ বক্স ভাঙচুর করা হয়েছে। পরে ভাঙা লোহালক্কড় একজনকে রিকশায় করে নিয়ে চলে যেতে দেখা যায়।

বিক্ষোভকারীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সায়েন্স ল্যাব হয়ে কোনো যানবাহন চলাচল করছে না। আশপাশ এলাকায় পুলিশের অবস্থান দেখা যায়নি। ওই এলাকার সড়ক বিভাজক ভাঙচুর করা হয়েছে। সড়কে ইটের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে।

রাজধানীর আজিমপুর ও মিরপুরে সংঘর্ষের খবর পাওয়া গেছে। শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে আছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর