[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সচিবালয়ে আগুন

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১ আগষ্ট ২০২৪, ২০:১৪

ছবি : সংগৃহীত

প্রশাসনের হৃদপিণ্ড সচিবালয়ের ক্লিনিক ভবনে (৯ নম্বর) আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগে।

ক্লিনিক ভবনে কর্মরত একজন কর্মকর্তা জানান, আমরা ধারণা করছি এই ভবনের তিনতলার কোন একটি কক্ষের এসি বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

খবর পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে আসে এবং ৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সচিবালের আগুনটি লাগে একটি ইলেকট্রিক বোর্ডে। ছোট আগুন ছিল। আমাদের পানি ব্যবহার করতে হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে বিকেল চারটা ৩৫ মিনিটে আমরা আগুন নিভিয়ে ফেলি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর