[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

এতো প্রাণহানি কাঙ্ক্ষিত ছিলো না: প্রধানমন্ত্রী

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৪, ১৯:১৩

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সহিংসতায় এতো প্রাণহানি কাঙ্ক্ষিত ছিলো না। স্বজনহারাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বুধবার (৩১ জুলাই) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২২ জন ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক, ২০২৪ প্রদান করা হয়। প্রযুক্তি ব্যবহার করে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়ানো হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।


সম্প্রতি বাংলাদেশ চীনকে টপকিয়ে মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাছ উৎপাদনে প্রথম হতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে সরকার কাজ করছে। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সহিংসতায় প্রাণহানি নিয়ে কথা বলেন। সমবেদনা জানান স্বজনহারাদের


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর