[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

বাংলাদেশ ছাড়ছেন পিটার হাস, দিলেন আবেগঘন স্ট্যাটাস

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ২০:৩০

ছবি : সংগৃহীত

রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্বপালন শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন দূত পিটার হাস। তবে তিনি বলেছেন, বাংলাদেশ থেকে এভাবে বিদায় নিতে হবে তা কখনো ভাবেননি। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ জুলাই) রাতে সামাজিক মাধ্যম লিংকডইনে দেয়া আবেগঘন এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এভাবে বাংলাদেশ মিশন শেষ করতে হবে ভাবিনি। আমি যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছি। দূতাবাসের সব কর্মী, আমার সহকর্মী, পরিবার, বন্ধু ও বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

এই পোস্টের সঙ্গে মার্কিন দূতাবাস, ঢাকার একটি ফেসবুক পোস্ট যুক্ত করে দেন হাস। পোস্টটি বাংলাদেশে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তা সম্পর্কিত। দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মীদের নিরাপদে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।প্রসঙ্গত, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ ঢাকায় এসেছিলেন পিটার হাস। রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন তিনি।

এর আগে চলতি বছরের ১০ মে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তি‌নি বর্তমা‌নে বেইজিংয়ে মা‌র্কিন দূতাবা‌সে ডেপুটি চিফ অব মিশনের দায়িত্ব পালন কর‌ছেন। ২০২২ সালের ২৬ মার্চ থেকে এই পদে দায়িত্ব পালন করেন তিনি। ডেভিড স্লেটন মিল এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর