infomorningtimes@gmail.com মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর ২০২৫, ২রা পৌষ ১৪৩২

নির্মাণাধীন ভবনের দশতলা থেকে পড়ে শ্রমিক নিহত

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৮ জুলাই ২০২৪, ১৩:৩০

ছবি : সংগৃহীত

রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের দশতলায় ঢালাইয়ের কাজ করার সময় নিচে পড়ে সাইফুল হাওলাদার (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রামপুরার ত্রিমোহনীর টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

সাইফুল পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছি গ্রামের মিলন হাওলাদারের সন্তান। রামপুরার ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন তিনি।

সাইফুলের সহকর্মী আলম জানান, ওই ভবনের দশতলায় ঢালাইয়ের কাজ করছিলেন সাইফুল। হঠাৎ অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গেলে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর