[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

২ শিক্ষার্থীর মৃত্যু মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি ভিত্তিহীন: পররাষ্ট্র মন্ত্রণালয়

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৪, ১৬:১৯

ছবি : সংগৃহীত

দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দফতরের দাবি ভিত্তিহীন বলে মন্তব্য করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সোমবার (১৫ জুলাই) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলারের একটি প্রশ্নের জবাবে আমরা অত্যন্ত হতাশ হয়েছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার দাবি করেছেন চলমান আন্দোলনে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, যা প্রমাণিত নয়। তার এই ধরনের ভিত্তিহীন দাবি সহিংসতাকে উসকে দিতে পারে এবং অহিংস প্রতিবাদ বা আন্দোলনের অনুমতি দেওয়ার জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে দুর্বল করতে পারে।

আরও বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আমাদের গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর। সরকার জনগণের সম্পত্তি ও শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি নাগরিকদের সেই অধিকারগুলোকে সমুন্নত রাখতে অবিচল থাকে। গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় একটি শান্তিপূর্ণ সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একটি ভয়াবহ হত্যাচেষ্টা প্রত্যক্ষ করেছি। এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের সহিংসতা গণতন্ত্রের মূল্যবোধের বিরুদ্ধে চলে।

এঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ পৃথকভাবে হামলার নিন্দা করেছেন এবং ট্রাম্প নিরাপদে আছেন ও সুস্থ হয়ে উঠছেন জেনে স্বস্তি প্রকাশ করেছেন।

গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর