[email protected] শনিবার, ২৮শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

বিএনপি কোটা আন্দোলনের ওপর ভর করার অপচেষ্টা চালাচ্ছে: কাদের

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৪, ১৬:৩৭

ছবি : সংগৃহীত

বিএনপি ও তার দোসররা কোটা আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালাচ্ছে, বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার (১৪ জুলাই) এক বিবৃতিতে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারের আন্দোলন একটি অরাজনৈতিক আন্দোলন। অথচ বিএনপি ও তার দোসররা এই আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। শুরু থেকেই বিএনপি নেতারা বক্তৃতা-বিবৃতির মাধ্যমে উস্কানি দিচ্ছে।

প্রশ্ন রাখেন, সরকার একটি অরাজনৈতিক আন্দোলনকে কেন রাজনৈতিকভাবে মোকাবিলা করবে? জানান, কোটা সংস্কারের আন্দোলনকে রাজনৈতিকভাবে মোকাবেলার কোনো ইচ্ছা সরকারের নেই। বিএনপি ও তার দোসররা সব আন্দোলনে ব্যর্থ। এখন তারা শিক্ষার্থীদের আন্দোলনের উপর ভর করছে বলে অভিযোগ তার।

বিষয়টি আদালতে বিচারাধীন। এখানে সরকারের কিছু করার নেই। তাই কারও উস্কানিতে সরকারবিরোধী বক্তব্য না দিয়ে, জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর