[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

উপ-পরিচালক জাহাঙ্গীরসহ ৬ জনের রিমান্ড আবেদন

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১১ জুলাই ২০২৪, ১৭:৪৬

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় পিএসসির উপ-পরিচালক জাহাঙ্গীর আলমসহ (৫৮) ছয়জনকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত সংস্থা। এসময় আসামিদের উপস্থিতে রিমান্ড শুনানির জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

 

রিমান্ড আবেদনকৃত অপর পাঁচ আসামি হলেন- পিএসসির সহকারী পরিচালক এস এম আলমগীর কবির (৪৯), ডিডি আবু জাফর (৫৭), প্রতিরক্ষা ও অর্থ বিভাগ এসিসিডিএফের (বিওএফ) অডিটর প্রিয়নাথ রায় (৫১), মিরপুরের পোশাক কারখানার ব্যবসায়ী নোমান সিদ্দিকী (৪৪) ও ব্যবসায়ী জাহেদুল ইসলাম (২৭)।

 

বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরি আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ১৬ জুলাই দিন ধার্য করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর