[email protected] রবিবার, ২৯শে ডিসেম্বর ২০২৪, ১৪ই পৌষ ১৪৩১

৬ ঘণ্টা পর রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ শুরু

মর্নিং টাইমস

প্রকাশিত:
১০ জুলাই ২০২৪, ২১:৩৯

ছবি সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে চলছে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি। রাজধানীতে কোটা বিরোধীরা কারওয়ান বাজারে প্রায় ৬ ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখে। এতে ঢাকার সঙ্গে সারদেশের রেল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তবে আবারও চালু হয়েছে রেল যোগাযোগ। ঢাকার কমলাপুর রেল স্টেশন ছেড়েছে ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস।

এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে জড়ো হয়।

এদিকে, ঢাকা- ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপরদিকে একই দাবিতে ময়মনসিংহের টাউনহল মোড়ে রাজপথ অবরোধ করে আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। এসময় ঢাকা থেকে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃষ্টি উপেক্ষা করেই সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও অবরোধ পালন করছে শিক্ষার্থীরা। সকাল থেকেই শাটল ট্রেনে করে আন্দোলনরত শিক্ষার্থীরা চট্টগ্রামের দেওয়ানহাট ওভার ব্রিজের নিচে ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে।

কোটা বাতিলের দাবিতে খুলনার নতুন রাস্তা মোড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে। সকালে তাদের এ কর্মসূচি পালনের সময় ট্রেন ও পরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এদিকে, কোটা বাতিলের এক দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর