[email protected] শনিবার, ৪ঠা জানুয়ারী ২০২৫, ২১শে পৌষ ১৪৩১

ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানিতে আগ্রহী বাংলাদেশ

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
১০ জুন ২০২৪, ০১:০৮

ছবি : সংগৃহীত

ভারতের হয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য ত্রিপক্ষীয় একটি চুক্তির বিষয়ে ভারতের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

রবিবার (৯ জুন) বিকালে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা জানান। বৈঠকের পর এক ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

হাছান মাহমুদ জানান, দুদেশের বিদ্যমান বহুমুখী সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে বৈঠকে। ভুটানে একটি বার্ন ইউনিট নির্মাণ এবং এক বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী।

এর আগে, বিজেপির বর্ষীয়ান নেতা লাল কৃষ্ণ আদভানির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি অতীতের স্মৃতি রোমন্থন করেন তারা। এরপর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর