[email protected] বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫, ২৪শে পৌষ ১৪৩১

হামলায় এসআইয়ের চোখ নষ্ট; ৪ ‘হিজড়া’ রিমান্ডে

Abdur Rahman

প্রকাশিত:
৩ জুন ২০২৪, ২২:০৫

ছবি : সংগৃহীত

রাজধানীর পরীবাগ এলাকায় হিজড়াদের আক্রমণে পুলিশ সদস্য আহতের ঘটনায় চারজন তৃতীয় লিঙ্গের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩ জুন) দুপুরে রমনা ডিসি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা থানার ডিসি মুহাম্মাদ আশরাফ হোসেন। বলেন, আপাতত ৪ জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

তিনি জানান, পুলিশের ধারণা, আটককৃতরা নকল হিজড়া। তথাকথিত এসব হিজড়াদের আর ছাড় দেয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ তাদের আইনের আওতায় আনা হবে।

আহত পুলিশ সদস্যের চোখে আলো ফেরাতে পুলিশ সব চেষ্টা করবে বলেও জানান রমনা থানার ডিসি।

এর আগে গত বৃহস্পতিবার পরিবাগ এলাকায় হিজড়াদের একটি দলের আক্রমণে এসআই মো. মোজাহিদুল ইসলামের ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর