[email protected] শুক্রবার, ১লা নভেম্বর ২০২৪, ১৭ই কার্তিক ১৪৩১

লাখ ছাড়াল হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী

জাতীয় ডেস্ক

প্রকাশিত:
২২ আগষ্ট ২০২৩, ০৩:৪৩

হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। ফাইল ছবি

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশে আরও ২ হাজার ১৯৭ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ১৯১–এ। খবর প্রথম আলো।

সোমবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর ঢাকা মহানগরীর বাইরে বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। ঢাকা মহানগরীতে এ বছর ৪৯ হাজার ৩২৮ জন এবং ঢাকার বাইরে ৫২ হাজার ৮৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে ছয়জন এবং ঢাকার বাইরে তিনজন মারা গেছেন। এ নিয়ে সারা দেশে চলতি বছর ৪৮৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন ৮৭২ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩২৫ জন ভর্তি হয়েছেন।

ডেঙ্গু রোগী ঢাকার বাইরে বেশি হলেও ঢাকা শহরে ডেঙ্গুতে বেশি মানুষের মৃত্যু হয়েছে। চলতি বছর ঢাকা শহরে ডেঙ্গুতে মারা গেছেন ৩৬৩ জন এবং ঢাকার বাইরে মারা গেছেন ১২২ জন।

 

বাংলা গেজেট/এফএস


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর