[email protected] বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

আমাদের এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

Abdur Rahman

প্রকাশিত:
১ জুন ২০২৪, ২৩:৩৯

ছবি : সংগৃহীত

আমাদের এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে। যেকোনো দেশেই ৩ মাসের রিজার্ভ থাকলেই কোনো সমস্যা হয় না, আমাদের কিছুটা বেশি আছে। যদি বিদেশ থেকে রেমিটেন্স আসে ও বিদেশে রপ্তানি বিনিয়োগ বাড়ানো যায় তাহলে সুবিধা হবে।

শনিবার (১ জুন) বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতিপৌর উদ্যানে জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়ে উদ্যোগে দশ দিনব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘অর্থনীতি চাপের মধ্যে আছে। তার মানে চাপ আর সংকট এক কথা না। চাপে আছে মানে, আমাদের যে আমদানি-রপ্তাানি বাণিজ্য যেটা একসময় রিজার্ভ ৪৮ বিলিয়নে গিয়েছিল, সেখান থেকে আমাদের রিজার্ভ কমে এসেছে। সেখানে আমাদের চাপে থাকা মানে হল আমাদের রিজার্ভ যখন কমে আসে তখন আমরা একটু চাপে থাকবো। আপনার অনেক ব্যাংক ব্যালেন্স ছিল সেটা হঠাৎ করে কমে গেল। কিন্তু এমন কোনো সংকট আমাদের নাই, যেটা আগামী তিন মাস বা পাঁচ মাসে আমাদের কোনো সমস্যা হবে।

তিনি বলেন, আইএমএফ অনুযায়ী তিন মাসের আমদানির পরিমাণ রিজার্ভ থাকলেই যথেষ্ট। আমাদের এখনও সাড়ে চার মাসের রিজার্ভ আছে। চাপে আছে মানে আমরা বলতে চেষ্টা করছি, আমাদের আরও বেশি করে যেসব প্রবাসী রয়েছে, তারা যদি বেশি করে রেমিটেন্স পাঠায়, আমাদের রপ্তানি আয় যদি আরেকটু বাড়ে তাহলে আমরা আস্তে আস্তে চাপ কমাতে পারবো। সবচেয়ে বড় কথা বিদেশি বিনিয়োগ। আমাদের আমদানি রপ্তানির যে গ্যাপ, এই গ্যাপটি পরিপূর্ণ করার জন্য সরাসরি বিদেশি বিনিয়োগ দরকার। আমরা অনেক দেশের কাছ থেকে প্রতিশ্রুতি পাচ্ছি। এই বিনিয়োগগুলো যখন চলে আসবে তখন আমরা আগের মতো করে চাপ মুক্তভাবে আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালনা করতে পারবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, বাজার আমাদের নিয়ন্ত্রণে নেই, এটা সঠিক নয়। আমরা গত ঈদ থেকে এ পর্যন্ত ভোজ্য তেলের যে মূল্য নির্ধারণ করে দিয়েছিলাম তা কিন্তু স্থিতিশীল রয়েছে। আমি আজ আমার এলাকার কিছু বাজার পরিদর্শন করেছি। সেখানে কিন্তু প্রত্যেকটি সবজির দাম ২০ থেকে ৩০ টাকার নিচে ছিল না। এখানে পেঁয়াজের দামটা একটু বেড়েছে। হোলসেলে ৭০ থেকে ৭৫ টাকার মধ্যে যাচ্ছে। তো ওইটা আমরা চেষ্টা করছি ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করে এটার বাজারটা স্থিতিশীল রাখার।

উদ্বোধনী অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন- টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন- টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক টাঙ্গাইলের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম। মেলায় জিআই স্বীকৃত পণ্য টাঙ্গাইলের শাড়িসহ হস্তশিল্পের বিভিন্ন পণ্য স্থান পেয়েছে। এতে মোট ৫০টি স্টল রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর