[email protected] বুধবার, ৮ই জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

সরকার নয়, বর্গীরা দেশ চালাচ্ছে: মির্জা আব্বাস

Abdur Rahman

প্রকাশিত:
৩১ মে ২০২৪, ২০:৪৮

ছবি : সংগৃহীত

সরকার নয়, বর্গীরা দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (৩১ মে) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে গণদোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, বাংলাদেশে লুটেরাদের কবলে পড়েছে। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে আওয়ামী লীগ। জ্বালানি তেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। এমনিতেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে মানুষের। এবার তো আরও খারাপ অবস্থা হবে।

সরকার জিয়াউর রহমানকে সম্মান না দেখিয়ে গাত্রদাহ করছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, তিন বছরে জিয়াউর রহমান যা করেছেন আওয়ামী লীগ সারা জীবনেও তা করতে পারেনি।

তিনি বলেন, বিএনপি আজীবন টিকে থাকবে। আওয়ামী লীগ নয়, বিএনপির হাতে বাংলাদেশর স্বাধীন তা সার্বভৌমত্ব নিরাপদ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর