[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

রাতেই ২ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৪ মে ২০২৪, ২৩:৪০

ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালুর প্রভাব শুরু হয়েছে বঙ্গোপসাগরে। সৃষ্টি হয়েছে নিম্নচাপ। এগিয়ে আসছে বাংলাদেশের উপকূলে। এরই মধ্যে দেশের দুই অঞ্চলের ওপর দিয়ে আাজ রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২৪ মে) বিকালে আবহাওয়া অফিস থেকে পাঠানো সতর্কতা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বেলা ৪টা হইতে দিবাগত রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫- ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ নম্বর (পুনঃ) ০১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়াও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮৭০ কি.মি. দক্ষিণ- দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৮০৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৮২৫ কি.মি. দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৯০ কি.মি. দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর