[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৬শে পৌষ ১৪৩১

ঈদের পর শনিবার খোলা থাকবে স্কুল কলেজ

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৪ মে ২০২৪, ২২:২৪

ছবি : সংগৃহীত

ঈদুল আজহার ছুটির পর শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান হয়তো খোলা থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম নওফেল। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, শিক্ষার সঙ্গে শিল্প ও অর্থনীতির সম্পর্ক সাধনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পড়ালেখার সঙ্গে যাতে চাকরির বাজারের সংযোগ থাকে, সেটি খেয়াল রাখতে হবে।

মহিবুল ইসলাম নওফেল বলেন, অল্পসংখ্যক সরকারি চাকরির যে হাতছানি, সেটার দিকে শিক্ষার্থীদের যে মানসিকতা সৃষ্টি হয়েছে, এটা নিয়ে সামাজিক মাধ্যমে ট্রলিং হচ্ছে।

তিনি বলেন, লাইব্রেরি শুধু সিভিল সার্ভিসের চাকরির প্রস্তুতির জায়গা নয়, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যের বাইরেও গবেষণাধর্মী থেকে শুরু করে অনেক কিছুরই জ্ঞান আহরণ ও চর্চার জায়গা। সেই মানসিকতার জায়গা তৈরি হতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর