[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

এমপি আনারকে খুনের ঘটনায় সড়ক পরিবহন মালিক সমিতির নিন্দা

মর্নিং টাইমস ডেস্ক

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৭:৩৪

ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনারকে হত্যায় নিন্দা ও শোক জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (২২ মে) বিকেলে সংগঠনটির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত বার্তায় এ শোক ও নিন্দা জানানো হয়।

বার্তায় বলা হয়, সংসদ সদস্য মো. আনোয়ারুল আজীম আনার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি ও কালিগঞ্জ মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ভারতের কলকাতায় নিউটাউন এলাকায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন।

এতে বলা হয়, তার আকস্মিক মৃত্যুর সংবাদে শোক ও তীব্র নিন্দা জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, কার্যকরী সভাপতি আলাউদ্দিন ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

তারা এ হত্যাকাণ্ডে জড়িতদের শিগগির গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে সরকারের কাছে জোর দাবি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর