[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

চাকরি ছাড়লেন চার সহকারী পুলিশ সুপার

মর্নিং টাইমস

প্রকাশিত:
২২ মে ২০২৪, ২০:৩৩

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পুলিশ ক্যাডারের ৪০তম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার (এএসপি) চাকরি ছেড়েছেন। তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ছিলেন।

গত ১৬ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে মঙ্গলবার (২১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে চার কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি। ওই চার এএসপি হলেন, মো. মেহেদী হাছান পাটোয়ারী, মো. ঝন্টু আলী, তাসওয়ার তানজামুল হক ও আমিনুল ইসলাম। গত ২৭ এপ্রিল তাদেরকে অব্যাহতি দেয়া হয়।


এতে জানানো হয়, চার পুলিশ কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর