[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

“দেশের জনগণের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো ব্যাপকভাবে কাজে লাগানো প্রয়োজন “ - শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৯ মে ২০২৪, ১৭:৪৮

ছবির ক্যাপশন : বাহোপ কেন্দ্রীয় কমিটি আয়োজিত অর্গানন অব মেডিসিন প্রকাশনার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসল

কম খরচে দেশের সব শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার হোমিওপ্যাথি চিকিৎসার ওপর জোর দিচ্ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। এ লক্ষে শ্রমিকদের জন্য সব শিল্প কারখানায় হোমিওপ্যাথি ডাক্তার নিয়োগের করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত অর্গানন অব মেডিসিন ৬ষ্ঠ সংস্করণ প্রকাশনার শতবর্ষ পূর্তি উদ্যাপন ও আন্তর্জাতিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞান আজ বিশ্বস্বীকৃত। দেশে বিদেশে এ বিজ্ঞানের উন্নয়নে নানা ধরনের গবেষণা চলছে। আমাদের দেশের জনগণের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো ব্যাপকভাবে কাজে লাগানো প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরো বলেন,হোমিওপ্যাথি চিকিৎসা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। দেশের ৮০ শতাংশ মানুষ কম আয়ের। তাদের পক্ষে ব্যয় বহুল চিকিৎসা নেয়া সম্ভব নয়। তাই এই চিকিৎসা ব্যবস্থা এগিয়ে নেয়ার ওপর জোর দিয়েছে। বর্তমান সরকার হোমিওপ্যাথি চিকিৎসার প্রাতিষ্ঠানিক উন্নয়ন করছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতায় ইতিমধ্যেই হোমিওপ্যাথির মানোন্নয়নে মহান জাতীয় সংসদে পাস করা হয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন। এ আইনকে কাজে লাগিয়ে সকলকে মিলে হোমিওপ্যাথির উন্নয়নে বিশেষ ভ‚মিকা পালন করতে হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে তাঁর লিখিত বাণী পড়ে শোনান সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ।

১৮ মে ঢাকা, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডা. শেখ ফারুখ এলাহির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল নির্বাহী পরিষদের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, কাউন্সিলের রেজিস্ট্রার ডা. মো. জাহাঙ্গীর আলম, এল এম এইচ আই এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. আশরাফুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন বাহোপ কেন্দ্রীয় মহাসচিব ডা. অঞ্জন কুমার দাশ, সূচনা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহŸায়ক ডা. কে এম আলাউদ্দিন, শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মো. নজরুল ইসলাম খান। অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের বিভাগীয় নেতৃবৃন্দদের মধ্যে ডা. সৈয়দ আবু সইদ, ডা. বীরেন্দ্র চন্দ্র দেব, ডা. হাবিবুর রহমান মার্শাল, ডা. মো. কবিউল করিম, প্রভাষক ডা. মো. এনামুল হক এনাম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনলাইনে বিজ্ঞান সেমিনারের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অধ্যক্ষ ডা. আবদুল করিম। এতে সম্মানিত অতিথি ছিলেন সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসীম কৃষ্ণ চৌধুরী। আয়োজক কমিটির আহŸায়ক ডা. কে এম আলাউদ্দিন এর সভাপতিত্বে অর্গানন অব মেডিসিন ষষ্ঠ সংস্করণের উপর বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির পরিচালক প্রফেসর ডা. সুভাষ সিংহ (ভারত), ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথির সাবেক পরিচালক প্রফেসর ডা. অভিজিৎ চট্টোপাধ্যায় (ভারত), এন সি সি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ডা. শ্রীকান্ত চৌধুরী, (ভারত), বাহোপ কেন্দ্রীয় সভাপতিডা. শেখ ফারুখ এলাহী, বাহোপ কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. এ কে এম শহীদউল্লাহ ও এইচ এস আর এফ এর চেয়ারম্যান ডা. আহাম্মদ হোসেন ফারুকী। অনুষ্ঠানে উপস্থিত ডেলিগেটদের মাঝে ব্যাগ, স্মরণিকা, উপস্থিতি সনদ, ডেলিগেট কার্ডসহ অন্যান্যা উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. তাজুল ইসলাম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর