[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

দুই সপ্তাহের ব্যবধানে ডজনে ৩০ টাকা বাড়তি ডিমের দাম

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৭ মে ২০২৪, ১৯:০৭

ছবি সংগৃহীত

আরও অস্থির ডিমের বাজার। দুই সপ্তাহের ব্যবধানে ডজনে বেড়েছে ৩০ টাকা। মুরগীর দামও বাড়তি। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও স্বস্তি নেই মাছের বাজারে। প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। শুভ মাহফুজের রিপোর্ট।

গেল কয়েক মাস পর্যন্ত ডিমের বাজারে কিছুটা স্বস্তি থাকলেও দুই সপ্তাহ থেকে আবারও ঊর্ধ্বমুখী ডিমের দাম। মাত্র দুই সপ্তাহ আগের ১২০ টাকা ডজনের ডিম এখন কিনতে হচ্ছে ১৫০ টাকায়।

স্বস্তি নেই মুরগির বাজারেও। ব্রয়লারের কেজি ২২০ টাকা আর সোনালী বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৩৮০ টাকা।

এদিকে, মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ মাছই সাধারণের নাগালের বাইরে। প্রায় প্রতিটি নিত্যপণ্যের বেশি দামের কারণে দিশেহারা সাধারণ মানুষ। আয়-ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম অবস্থা সবারই। দুয়েকটি ছাড়া প্রায় সব সবজির দাম ৫০ টাকার বেশি। এমন পরিস্থিতিতে বাজার তদারকির দাবি জানান ভোক্তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর