[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

করোনায় আক্রান্ত অর্থমন্ত্রী

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৫ মে ২০২৪, ১৯:৫৮

ছবি : সংগৃহীত

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৫ মে) মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান এ তথ্য নিশ্চিত করেন।

মো. মাহমুদুল হোসাইন খান বলেন, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী করোনায় আক্রান্ত হওয়ায় সচিবালয়ে আসছেন না। তবে তিনি ভার্চুয়ালি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিচ্ছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন।

অর্থমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত সোম ও মঙ্গলবার অর্থমন্ত্রীর বৈঠক ছিল। গণভবনে প্রবেশের ক্ষেত্রে করোনাভাইরাস টেস্ট করার বাধ্যবাধকতা রয়েছে। এজন্য কোনো ধরনের উপসর্গ না থাকা সত্ত্বেও অর্থমন্ত্রী করোনা পরীক্ষা করান। এতে করোনা শনাক্ত হওয়ায় তিনি অনলাইনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট মিটিংয়ে যুক্ত হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর