[email protected] শুক্রবার, ১০ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

‘এবার বিএনপি-লু বৈঠক হবে না’

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৪ মে ২০২৪, ১৭:৩৪

ছবি : সংগৃহীত

এবারের ঢাকা সফরে সহকারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু'র সাথে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর কোনও বৈঠক হবে না বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে এসেছেন আজ মঙ্গলবার (১৪ মে)। ৭ জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দফতরের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর এটি।

সোমবার (১৩ মে) মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে একাধিক প্রশ্নের জবাবে প্রেস সচিব বেদান্ত প্যাটেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের কারো সাথে সাক্ষাৎ করা বা না করার মধ্যে সফরের সময়সূচিসহ অনেকগুলো বিষয় আমলে নেওয়া হয়।

প্যাটেল জানান, ডোনাল্ড লু দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ –বিশেষ করে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ সফরে গেছেন। এই সফরে প্রতিটি দেশের সঙ্গে সহযোগিতা জোরদার এবং একটি মুক্ত, উদার ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য মার্কিন সমর্থনের বিষয়টি প্রদর্শন করছেন। সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর