[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

মর্নিং টাইমস

প্রকাশিত:
৯ মে ২০২৪, ২৩:৫০

ছবি : সংগৃহীত

বিএনপির সমাবেশ আগামীকাল শুক্রবার। রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। বেলা সাড়ে ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সমাবেশে কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন। কর্মসূচি ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আবদুস সালাম।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার, মহানগরের নেতা নবী উল্লাহ নবীসহ রাজবন্দিদের মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছে সংগঠনটি।

এ ব্যাপারে পুলিশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত যুগ্ম-কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা।

আহ্বায়ক আবদুস সালাম বলেন, সমাবেশ নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশের মনোভাব ইতিবাচক। এর আগে ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করতে চেয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তীব্র তাপদাহের কারণে তখন সমাবেশ স্থগিত করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর