[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেল

মর্নিং টাইমস

প্রকাশিত:
৮ মে ২০২৪, ২১:২২

ছবি সংগৃহীত

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী ৯ মে। এদিন প্রকাশ না হলে রবিবার (১২ মে) ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করা হবে।

বুধবার (৮ মে) দুপুরে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ মে) বিশেষ কমিশন সভা রয়েছে। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিকালে ফল প্রকাশ করা হতে পারে। যদি কোনো কারণে এদিন ফল প্রকাশ না হয়। সেক্ষেত্রে আগামী রবিবার (১২ মে) ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করা হবে।

এদিকে এবারের বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে কিছু প্রশ্নে অসঙ্গতি বা ভুল থাকার অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) শাখার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ভুল বা অসঙ্গতি থাকা প্রশ্নগুলোতে সবাইকে নম্বর দিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি, যা ৩১ ডিসেম্বর পর্যন্ত চলে। ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি আবেদন জমা পড়েছে। ওই বিসিএসের বিভিন্ন ক্যাডারে শূন্যপদের সংখ্যা ৩ হাজার ১৪০টি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর