[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ ১৪৩১

নির্বাচন কে কীভাবে দেখবে সেটি আমাদের বিষয় না: সিইসি

মর্নিং টাইমস

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৮:১৩

ছবি : সংগৃহীত

নির্বাচন আয়োজন করা কমিশনের কাজ। কে কোন দল থেকে দাঁড়ালো সেটি তাদের বিষয় না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (৭ মে) সকালে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, শাসনব্যবস্থা চালু রাখতে গেলে নির্বাচন চালাতে হবে। কে কীভাবে নির্বাচন দেখবে তা আমাদের বিষয় না।

বিএনপির নির্বাচনে অংশ না নেয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিটি পদে ৪ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছে। তাই প্রতিদ্বন্দ্বিতা নেই, সে কথা বলা যাবে না। কমিশনের দায়িত্ব প্রার্থী আছে কিনা, সুষ্ঠুভাবে প্রতিযোগিতামূলক নির্বাচন হচ্ছে কিনা সেটি দেখা। দলীয় বিষয়গুলো দেখা আমাদের দায়িত্ব না।

তিনি বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ব্যবস্থা নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বৈঠক করা হয়েছে। আগে কখনও একই জেলায় ধাপ ভিত্তিক নির্বাচন হয়নি বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর