[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

প্রত্যেক এলাকায় হবে ন্যায্যমূল্যের দোকান: বাণজ্যি প্রতমিন্ত্রী

মর্নিং টাইমস

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৫:২৭

ছবি : সংগৃহীত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, জুলাই মাস থেকে জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রত্যেক এলাকায় ন্যায্যমূল্যের দোকান চালু করা হবে। টিসিবির পণ্যের জন্য আর যাতে কাউকে লাইনে দাঁড়াতে না হয়, সেজন্য এই উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে খোলা ট্রাকে টিসিবির যেসব পণ্য বিক্রি হয়, তার সাথে অন্যান্য নিত্যপণ্য সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। রাজধানীর বারিধারায় দেশব্যাপী এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে মে, ২০২৪ এর টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের হাতে টিসিবির পণ্য তুলে দেন প্রতিমন্ত্রী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর