infomorningtimes@gmail.com শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি

মর্নিং টাইমস

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১৮:২১

ছবি সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বুধবার (১ মে) শ্রমিক দিবসে বিকাল তিনটায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। সমাবেশ শেষে শ্রমিক র‍্যালি পল্টন থেকে প্রেস ক্লাবে গিয়ে শেষ হবে।

এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে জানিয়ে রিজভী আরো বলেন, দ্রব্যমূল্যের চাপে শ্রমিকরা দুর্বিষহ জীবনযাপন করছে। অগণতান্ত্রিক শ্রম আইনে মালিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির চাপ পড়েছে কলকারখানায় পড়েছে বিধায় দেশে অগণিত কারখানা বন্ধ হচ্ছে বলেও জানান রিজভী আহমেদ। ফলে মানবেতর পরিস্থিতিতে দেশের শ্রমিকরা। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার এই র‍্যালিতে সর্বস্তরের মানুষ অংশ নিবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর