infomorningtimes@gmail.com শুক্রবার, ১৯শে ডিসেম্বর ২০২৫, ৫ই পৌষ ১৪৩২

‘শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তাপপ্রবাহে নিহতদের পরিবারের মামলা করা উচিত’

মর্নিং টাইমস

প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৪, ১৫:৪৭

ছবি সংগৃহীত

তাপপ্রবাহের কারণে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নিহতদের পরিবারদের মামলা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবের সামনে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, শিক্ষামন্ত্রী স্কুল বন্ধ করেননি, আদালতকে বন্ধ করতে হচ্ছে। আদালতের রায়ও মানেন না শিক্ষামন্ত্রী। বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ পানি ছিটিয়ে জনগণকে শীতল করতে পারবে না। জনগণ সরকারের অত্যাচার-লুটপাটের কারণে আগুনের মতো জ্বলে উঠেছে।

জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে। বিনা ভোটের নির্বাচন করা দলের অস্তিত্ব টিকে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, জাতির উপর আওয়ামী লীগের নির্যাতন চেপে বসেছে। জনগণের কাছে তাদেরকে এর জবাব দিতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর