[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

শনিবারেও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত আসছে

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৫ এপ্রিল ২০২৪, ২০:১৩

ছবি সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের মধ্যেই আগামী রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে। পাশাপাশি আবহাওয়া স্বাভাবিক হলে শনিবারও সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চালু রাখার চিন্তা করছে সরকার। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্র এসব তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ঘোষিত ছুটি আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি। ফলে ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা চলছে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোতে।


সেখানে কয়েকটি বিষয় উঠে এসেছে। সেগুলো হলো- বর্তমান তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। তাছাড়া দেশের সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। এজন্য আগামী ২৮ এপ্রিল থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

যদি রোববার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এবং ক্লাস চালু হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরের কোনো কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসেম্বলি বন্ধ থাকবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুললে শিখন ঘাটতি পূরণে ৪ মে থেকে শনিবার ক্লাস চালু রাখা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর