[email protected] শনিবার, ১১ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

সরকারকে হটাতে দেশে-বিদেশে চক্রান্ত চলছে: কাদের

মর্নিং টাইমস

প্রকাশিত:
২৩ এপ্রিল ২০২৪, ১৮:৪৯

ছবি সংগ্রহীত

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর জন্য দীর্ঘদিন ধরে দেশ বিদেশ চক্রান্ত চলছে। এই চক্রান্ত মোকাবিলায় দেশব্যাপী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে পাঁয়তারা করছে একটি চক্র।

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রচারপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় ওবায়দুল কাদের বলেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নির্দেশ বাস্তবায়নে জনসচেতনতা তৈরির পাশাপাশি যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ১৫ বছর ধরে গণতন্ত্র ও স্থিতিশীলতা ছিল বলেই বাংলাদেশে অবিশ্বাস্য উন্নয়ন সম্ভব হয়েছে, মানুষ নানা প্রকল্পের সুফল পাচ্ছে।

বাংলাদেশের স্বচ্ছ ভোটিং ব্যবস্থার বিরুদ্ধেও দেশি-বিদেশি একটা চক্র অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর