প্রকাশিত:
১৭ আগষ্ট ২০২৩, ০৩:১৫
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকিংয়ের বিষয়টি গুজব বলে জানিয়েছেন আইসিবি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেন।
ভারতীয় হ্যাকাররা প্রতিষ্ঠানটির (আইসিবি) তথ্য হ্যাক করেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর গণমাধ্যমকে তিনি একথা বলেন। তবে এই প্রতিবেদন লেখা সময় বুধবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বন্ধ দেখা গেছে।
আইসিবি এমডি জানান, আইসিবির কোনও তথ্য বা বিনিয়োগকারীদের কোনও তথ্য চুরি হয়নি। এটি সুরক্ষিত রয়েছে। ১০ হাজার বিনিয়োগকারীদের তথ্যের বিষয়ে একটি কথা বলা হচ্ছে। এটিও সঠিক নয়। আমাদের অনেক তথ্য আছে, যা ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত থাকে। সেখান থেকে যে কেউ চাইলে তথ্য সংগ্রহ করতে পারে। এ ছাড়া, অভ্যন্তরীণ কোনও তথ্য হ্যাক বা চুরি হয়নি। এটি গুজব। এর কোনও ভিত্তি নেই।
উল্লেখ্য, বুধবার সাইবার আক্রমণের শিকার হয়েছে দেশের বেশ কয়েকটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যভাণ্ডার। হ্যাকিংয়ের কবলে পড়েছে সরকারি বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ওয়েবসাইট এমন খবর ছড়িয়ে পড়েছে।
বাংলা গেজেট/এমএএইচ
মন্তব্য করুন: