[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৮শে পৌষ ১৪৩১

হাতিরঝিলের মিলল যুবকের মরদেহ

এবি

প্রকাশিত:
১৫ এপ্রিল ২০২৪, ১৭:১০

ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল থেকে এক যুবকের (৩৫) মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তার নাম-পরিচয় জানা যায়নি। সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

হাতিরঝিল থানার উপ পরিদর্শক (এসআই) ফুল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পেয়ে হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞেস করে প্রাথমিকভাবে যুবকের নামপরিচয় জানা যায়নি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর