[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

জামিনে মুক্তি পেলেন আদম তমিজি হক

Mohammad Abdullah

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৪, ১৯:২৯

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার আলোচিত সমালোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।

গত মঙ্গলবার (২ এপ্রিল) বিচারপতি ইকবাল কবীর ও বিচারপতি আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) আদেশের কপিতে স্বাক্ষর করেন তারা।

প্রসঙ্গত, ফেইসবুক লাইভে এসে পাসপোর্ট ছিড়ে ফেলাসহ অসংলগ্ন নানা আচরণে তুমুল আলোচিত বিস্কুট কোম্পানি এ টি হক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজী হককে গত ১০ ডিসেম্বর রাতে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ সে সময় বলেছিলেন, আদম তমিজীর বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। এছাড়া রমনা থানায় তার নামে পরোয়ানা রয়েছে। সব মিলিয়েই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ নভেম্বর দক্ষিণখান থানায় তার বিরুদ্ধে মামলা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান নাঈম।

সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে নানা রকম বিরূপ মন্তব্য করেছেন তমিজী। তিনি জনশৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপ, মিথ্যা আক্রমণাত্মক তথ্য-উপাত্ত প্রচারের মাধ্যমে ‘প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি’ দিয়ে আসছেন।

পরে ১০ ডিসেম্বর রাতে গ্রেপ্তারের পর আচরণ ও কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় তমিজীকে মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। আদালতে জানানো হয়, তমিজীর ‘এলোমেলো কথাবার্তায়’ ডিবির মনে হয়েছে, তার চিকিৎসা প্রয়োজন।

পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালেও চিকিৎসার জন্য পাঠানো হয় তমিজী হককে। মানসিক হাসপাতালে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে একটি বোর্ডও গঠন করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর