[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

নতুন মন্ত্রিসভায় থাকছে চমক

এবি

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১১:২৭

একাদশ সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা - ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। বুধবার (১০ জানুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। পরদিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। আর নতুন মন্ত্রিসভায় বেশ কিছু চমক থাকছে বলে জানা গেছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের মন্ত্রিসভায় বেশ কিছু নতুন মুখ আসছে। এ ছাড়া গতবারের কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী বাদ পড়তে পারেন।

 

সূত্রমতে, নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়ার ক্ষেত্রে আলোচনায় রয়েছেন- সাবেক আমলা ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, জ্বালানি বিশেষজ্ঞ ও আইনের অধ্যাপক ড. সেলিম মাহমুদ, বিমানের সাবেক চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেটার মাশরাফী বিন মর্তুজা। এ ছাড়া সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ আরও বেশ কয়েকজন আলোচনায় রয়েছেন।

 

এ ছাড়া নতুন মন্ত্রিসভায় পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের।

 

বাদ পড়তে পারেন যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রী

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নেই বাদ পড়েন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ ছাড়া মনোনয়ন পেয়েও বিজয়ী হতে পারেননি পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। এই ছয়জন নতুন মন্ত্রিসভায় আসছেন না, তা মোটামুটি নিশ্চিত। এ ছাড়া বয়স ও শারীরিক অবস্থার বিবেচনায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা নতুন মন্ত্রিসভায় স্থান না-ও পেতে পারেন।

 

এ বিষয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে মন্ত্রিসভার সবার পদ অকার্যকর হবে। এরপর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের কাকে কোথায় কাজে লাগাবেন, তিনি ভালো জানেন।

 

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আমাদের সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একটা ভালো মন্ত্রিসভা উপহার দেবেন। তরুণ-প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা হবে। ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের কারিগর থাকবে এই মন্ত্রিসভায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর