[email protected] বৃহঃস্পতিবার, ২৬শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

আবারও সরকার গঠন করব: শেখ হাসিনা

এবি

প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪, ১২:৫৪

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকা মার্কার জয়লাভ হবে। আবারও জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করব। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারছি মন্তব্য করে এসময় শেখ হাসিনা বলেন, অনেক বাধা ছিল, বিপত্তি ছিল, দেশের মানুষ তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে। ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। এজন্য জনগণের প্রতি কৃতজ্ঞ বলে জানান তিনি।

 

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি একটা সন্ত্রাসী দল, তারা বাসে, ট্রেনে, ভোটকেন্দ্রে আগুন দেয়। সে কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আপনার সবাই ভোটকেন্দ্রে আসবেন, এই ভোটের জন্য আমাকে জেল-জুলুম সহ্য করতে হয়েছে। নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

 

সামনে আরও কাজ আছে সেগুলো শেষ করতে চান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশ যে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে তা, বাস্তবায়ন করতে পারব। জনগণের ওপর এ বিশ্বাস আছে তার।

 

প্রধানমন্ত্রীর সঙ্গে একই কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তার ছোট বোন শেখ রেহানা ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর