[email protected] রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫, ২৯শে পৌষ ১৪৩১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মর্নিং টাইমস

প্রকাশিত:
৩১ ডিসেম্বার ২০২৩, ১০:৫৫

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শনিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

 

রোববার (৩১ ডিসেম্বর) সকালে দৌলতদিয়া ফেরিঘাট শাখা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শনিবার রাত ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওযায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। আর ফেরি চলাচল বন্ধের কারণে উভয় পাড়ে যানবাহনের লম্বা লাইন সৃষ্টি হয়েছে। এতে উভয় ঘাটে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা। হঠাৎ ফেরি চলাচল বন্ধের কারণে মাঝ নদীতে কয়েকটা ফেরি আটকা পড়েছে এবং উভয় পাড়ে ফেরিগুলো নোঙর করে আছে।

 

এ বিষয়ে সকালে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরি ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে রাত ৩টা ৪০মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর