[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

বিএনপি-জামায়াত হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী দল : আইনমন্ত্রী

মর্নিং টাইমস

প্রকাশিত:
২০ ডিসেম্বার ২০২৩, ১৩:৫৮

ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াত হচ্ছে চিহ্নিত সন্ত্রাসী দল। সন্ত্রাস করা তাদের অভ্যাস বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকার কসবা মহিলা দাখিল মাদরাসা মাঠে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

 

আনিসুল হক বলেন, বাংলার মানুষ এখনো ১০ ট্রাক অস্ত্র মামলা ভুলেনি, বগুড়ায় পুকুরে অস্ত্র পাওয়ার কথা ভুলেনি। তারা অস্ত্র এনে দেশে সন্ত্রাস করতো এবং সন্ত্রাসীদের হাতে সেই অস্ত্র তুলে দিতো এ বিএনপি। আজকে তারা বড় বড় কথা বলে এবং মিথ্যা কথা বলে। আমরা সবসময় চেয়েছি জনগণের উপকার হোক। দরিদ্রতা কমেছে। মাথাপিছু আয় বেড়েছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে। এসব কেনো হয়েছে, কারণ জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে ভালবেসে উন্নয়নের যাত্রা শুরু করেছেন।

 

এ সময় উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, পৌর মেয়র গোলাম হাক্কানি, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কাজী আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবদুল আজিজ, সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, পৌর আওয়াম লীগ সভাপতি শফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আফজাল হোসেন রিমনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর