[email protected] শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪, ১৩ই পৌষ ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে সিইসি

মর্নিং টাইমস

প্রকাশিত:
১৭ ডিসেম্বার ২০২৩, ১৪:০৩

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার কিছুসময় আগে বঙ্গভবনে তাদের এই বৈঠক শুরু হয়।

 

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। বৈঠকে সিইসির সঙ্গে ইসি সচিব মো. জাহাংগীর আলমও থাকবেন বলে এর আগে জানানো হয়।

 

এদিকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।

 

প্রসঙ্গত, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর